দিনাজপুর প্রতিনিধি►
দিনাজপুরের উপর দিয়ে প্রবাহিত তিনদিন ধরে কনকনে ঠান্ডা বাতাস আর টপটপে পড়ছে কুয়াশার বৃষ্টি যা জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যস্ত । রাস্তা ঘাট টপটপে কুয়াশার বৃষ্টির কারনে ভিজে যাচ্ছে। তেমন প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। তাপমাত্রা কমে গিয়ে শীত একেবারে জেঁকে বসেছে। এতে ঠান্ডায় কাঁবু জনজীবন।
আজ শুক্রবার (১১ জানুয়ারী ) সকালে দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১০.০০ ডিগ্রী সেলসিয়াস। ঠান্ডায় হাত-পা বরফের মত জমে যাচ্ছে । কেউ রাস্তার পাশ্বেই খড়খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে হাত পা গরম করার চেষ্টা করছে ।
এই কনকনে ঠান্ডায় দিনাজপুরের অসহায় মানুষের দুর্ভোগ অনেক বেড়েছে। বিকেল থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত। আর সকালে কাজের সন্ধানে বের হয়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পড়ছে বিপাকে। সন্ধ্যা হলেই খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে ছিন্নমুল ও অসহায় মানুষ।
দিনাজপুর আবহাওয়া অফিসের চলতি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গত তিন ধরে দিনাজপুরের সর্বনিম্ম তাপমাত্রা ১০/ ১১ ডিগ্রীর মধ্যেই উঠানামা করছে । আগামী আরোও কয়েক দিন ঠান্ডার একই অবস্থায় থাকবে । মাঘ মাসে আরোও শৈত্য প্রবাহ আছে ।