Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৮-২০২৩, সময়ঃ দুপুর ০২:৩৩

১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান পেল শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার

১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান পেল শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার

মাধুকর ডেস্ক►

বাংলাদেশের আধুনিক ফুটবলের অন্যতম পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী আজ শনিবার (৫ আগস্ট) । এ উপলক্ষ্যে প্রদান করা হয় ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পদক শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩।

এই নিয়ে তৃতীয়বারের মতো প্রদান করা হলো শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার সম্মাননা। জাতীয় ক্রীড়া প্রষদ কর্তৃক প্রদান করা এই পুরস্কার মাঝে বেশ কয়েক বছর বন্ধ থাকলেও গত দুই বছর আগে শেখ কামালের নামে পুনরায় চালু করা হয়।

আজ শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানের হাতে শেখ কামাল জাতীয় ক্রইড়া পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এবার আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন বর্ষীয়ান হকি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আবদুস সাদেক। পশ্চিম পাকিস্তানের নানা বৈষম্যের মধ্যেও সেসময় পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান হকি দলে জায়গা করে নিয়েছিলেন আব্দুস সাদেক। এছাড়া আবাহনীর প্রথম ফুটবল অধিনায়কও ছিলেন তিনি। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্যই এি কিংবদন্তীকে দেওয়া হয় আজীবন সম্মাননা।

এবছর খেলোয়ার হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের পেস তারয়াক তাসকিন আহমেদ, সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ভারোত্তোলক জিয়ারুল ইসলাম।

নতুন সংযোজন হিসেবে এবছর ক্রীড়া ধারাভাষ্যকারের পুরস্কার পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার আতাহার আলী খান। 

ক্রীড়া সংগঠক হিসেবে এবার পুরস্কার পেয়েছেন হকি অঙ্গনে ওস্তাদ ফজলু নামে পরিচিত কোচ ফজলুর রহমান এবং নারী ফুটবলের অন্যতম সংগঠক ও কোচ মালা রানী সরকার।

উদীয়মান খেলোয়াড় হিসেবে টেবিল টেনিসের হৃদয় ও আরিফুল ইসলাম পেয়েছেন এবারের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার।

ক্রীড়া সাংবাদিকতায় এবছর সম্মাননা পেয়েছেন ফটোগ্রাফার বীর মুক্তিযোদ্ধা খন্দকার তারেক নুরুল্লাহ। এছাড়া সংগঠন হিসেবে এবছর সম্মাননা পেয়েছে বাংলাদেশ আরচারি ফেডারেশন ও বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad