Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৪-২০২৫, সময়ঃ রাত ০৭:০৪

১২ এপ্রিল শুরু হচ্ছে কুদ্দুস আলমের ‘চর ও জীবন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

১২ এপ্রিল শুরু হচ্ছে কুদ্দুস আলমের ‘চর ও জীবন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক►

দেশের প্রখ্যাত আলোকচিত্রী কুদ্দুস আলমের তিন দিনব্যাপী ‘চর ও জীবন’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ১২, ১৩ ও ১৪ এপ্রিল সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত গাইবান্ধা পৌরপার্কে অবস্থিত স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে এ প্রদর্শনী চলবে।  

সু-প্যালেস ও ফ্যাশন-প্যালেস’র সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা।

আয়োজকরা জানান, ১২ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধনী, আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ উদ্বোধন করবেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলোকচিত্রী, মানবাধিকার অ্যাক্টিভিস্ট, লেখক, কিউরেটর, দৃক পিকচার লাইব্রেরী এবং পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট’র প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত ড. শহিদুল আলম। ১৩ এপ্রিল, সকাল ১১টা ফটোগ্রাফি কর্মশালা, বিকাল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১৪ এপ্রিল, বিকাল ৫টা চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও দ্য ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি মোস্তফা সবুজ এবং সু-প্যালেস ও ফ্যাশন-প্যালেস’র স্বত্ত্বাধিকারী মো. আবুল হোসেন মৃধা সোহাগ। সভাপতিত্ব করবেন আলোকচিত্রী সাংবাদিক কুদ্দুস আলম।

সৃজনশীল গাইবান্ধার সভাপতি মেহেদী হাসান বলেন, উত্তরের জেলা গাইবান্ধার চার উপজেলা দিয়ে বয়ে যাওয়া তিস্তা-ব্রহ্মপুত্র-যমুনাবেষ্টিত চর-দ্বীপচরের মানুষের জীবনযাত্রা নিয়ে কুদ্দুস আলমের একক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী ‘চর ও জীবন’ নামের এই প্রদর্শনীতে গুনী এই আলোকচিত্রী চরের মানুষের জীবনসংগ্রাম, তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক তুলে ধরেছেন তার ছবিতে। এতে আপনার উপস্থিতি প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad