Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-২-২০২৩, সময়ঃ সকাল ১০:০৬

১২ বছর পর বাবা’কে ফিরে পেলেন মেয়ে 

১২ বছর পর বাবা’কে ফিরে পেলেন মেয়ে 

আব্দুর রউফ রিপন, নওগাঁ  ►

নওগাঁর পত্নীতলায় বিজিবির সহায়তায় দীর্ঘ ১২বছর পর হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেলেন ধামইরহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। সোমবার রাতে ভারতীয় সীমান্ত পিলার ২৬০/৭-এস এর নিকট দিয়ে ১৬৪ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন ডাংগী বিএসএফ ক্যাম্প এর নিকট হতে পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বস্তাবর বিওপির বিজিবি সদস্যদের মাধ্যমে ১২বছর পূর্বে হারিয়ে যাওয়া ধামইরহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী ছাবিনা এক্কা এর পিতা (শ্রী যতিন্দ্রনাথ, গ্রাম ও পোষ্ট-আগ্রাদ্বিগুন, উপজেলা-ধামইরহাট, জেলা-নওগাঁ) কে ফিরে পেলেন। 

১৪ বিজিবি এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে, উক্ত মহিলা ভাইস চেয়ারম্যান এর বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে ১২বছর পূর্বে নিজ বাড়ি থেকে হারিয়ে যায়। গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মহিলা ভাইস চেয়ারম্যান লোক মারফত জানতে পারেন যে তার বাবা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানাধীন রায়নগর গ্রামের মন্দিরে অবস্থান করছে। বর্ণিত এলাকাটি পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি মহিলা ভাইস চেয়ারম্যান পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক কে অবগত করেন এবং তার বাবাকে ভারত হতে ফিরিয়ে নিয়ে আসার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) বিষয়টি অবগত হওয়ার পর প্রতিপক্ষ ১৬৪ বিএসএফ ব্যাটালিয়নের কমাড্যান্ট এর সাথে হারিয়ে যাওয়া বাংলাদেশী নাগরিককে ফিরিয়ে দেওয়ার জন্য মানবিক সহযোগিতা কামনা করেন। এতদপ্রেক্ষিতে লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বুদ্ধিদীপ্ত ও কৌশলগত হস্তক্ষেপের মাধ্যমে বিজিবি’র সহায়তায় দীর্ঘ ১২ বছর পর সন্তান ফিরে পেলেন তার বাবাকে।

দীর্ঘ ১২ বছর পর বাবাকে খুঁজে পাব তা কখনো কল্পনা করিনি, ‘‘মহান সৃষ্টিকর্তা অশেষ কৃপায় বিজিবি’র সহায়তায় আমি আমার বাবাকে ফিরে পেয়েছি’’ এমন মন্তব্য করে আবেগ-আপ্লুত হয়ে পড়েন মহিলা ভাইস চেয়ারম্যান। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad