রংপুর সংবাদদাতা ►
রংপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আরজিনা বেগমকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। ১৭ বছর আত্মগোপনে থাকার পর লালমনিরহাট সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
র্যাব জানায়, ২০০৬ সালের ২ অক্টোবর মিঠাপুকুর থানায় মামা শ্বশুরকে হত্যার অভিযোগে আরজিনার বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান। তার অনুপস্থিতিতে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। স্যাপ্রমাণ শেষে আরজিনাকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেন বিচারক। গোয়েন্দা প্রতিবেদন ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামি আরজিনাকে লালমনিরহাট সদর উপজেলার খেদাবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে আরজিনা সাজাপ্রাপ্ত মামলার আসামি বলে স্বীকারোক্তি দেন। পরে তাকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।