নিজস্ব প্রতিবেদক ►
মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধায় কালেরকণ্ঠ শুভ সংঘের উদ্যোগে আজ শনিবার শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা ৩০ মিনিটে স্থানীয় পৌরপার্কের বিজয় স্তম্ভে এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা অংশ নেয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্যানভাস আর্ট স্কুলের পরিচালক প্রখ্যাত চিত্রশিল্পী শেখ মাজেদুল আবেদীন অপু। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগে শতাধিক শিশু এই প্রতিযোগিতায় অংশ নেয়। শিশুরা ইচ্ছেমত শহীদ মিনার ও ভাষা আন্দোলনের বিভিন্ন দশা এঁকে প্রতিযোগিতায় অংশ নেয়।
এতে বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী শেখ মাজেদুল আবেদীন অপু, সাংবাদিক ও নারীনেত্রী রিকতু প্রসাদ ও শুভ সংঘের জেলা সহ-সভাপতি শিমুল হাওলিদার। প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছে ‘ক’ বিভাগে- সুমায়াইয়া আকতার (প্রথম), প্রণব রায় কৌশিক (দ্বিতীয়), নুসাইবা মুনতাহি নিসা (তৃতীয়) ও সৌমিত দেব সাম্য (চতুর্থ)। ‘খ’ বিভাগে- মারজুকা তাইয়েবা (প্রথম), সাদিয়া রহমান সন্ধি (দ্বিতীয়), রামিম তালুকদার (তৃতীয়) ও আরশি (চতুর্থ)। ‘গ’ বিভাগে- রুজাইনা উম্মে নোমা (প্রথম), বর্ণ মৃধা (দ্বিতীয়), নিলাদ্রি রায় বন্ধন (তৃতীয়) ও অনন্যা পাল (চতুর্থ)।
পুরস্কার বিতরণের আগে শুভ সংঘের জেলা সভাপতি হুমায়ন আহমেদ বিপ্লবের সভাপতিত্বে শিশুদের সামনে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শুভ সংঘের জেলা সম্পাদক আতিকুর রহমান আতিক, শুভ সংঘের উপদেষ্টা কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাহা, সদর উপজেলা কমিটির সভাপতি স্বজন খন্দকার, সাংগঠনিক সম্পাদক আহসানিয়া তাসনিম, কেন্দ্রীয় সদস্য সামিউল ইসলাম সাকিব প্রমুখ।
শুভ সংঘের জেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক জানান, মাতৃভাষা দিবস উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলায় আগামী ২০ ফেব্রুয়ারী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ২১শে ফেব্রুয়ারী গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারসহ সকল উপজেলার শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভার আয়োজন করবেন।
শুভ সংঘের সমন্বয় করেন জেলা সাংগঠনিক সম্পাদক জয় কুমার দাস, আহসান আজিম নাইম, দেবী রাণী সাহা প্রমুখ।