নিজস্ব প্রতিবেদক►
২৪ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণার দাবিতে গাইবান্ধায় নারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের ট্রাফিক মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মাঝে সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠক রাহেলা সিদ্দিকা, কলি রানী ও শিল্পী আকতার বক্তৃতা করেন।
বক্তারা বলেন, ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে শহীদী মৃত্যুবরণ করে এবং হত্যাকারীদের ফাঁসি কার্যকর হয়।
শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারন করে সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসাবে ঘোষনার দাবি জানান। সেই দাবি আজও পূরণ হয়নি। বক্তারা অবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ঘোষণার দাবী জানান।
বক্তারা আরও বলেন, ঘরে-বাইরে, গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর ওপর যৌন ও সহিংস আক্রমণ বন্ধসহ মাদক-জুয়া-পর্নোগ্রাফি, নাটক-সিনেমা-বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন, নারী-শিশু নির্যাতন-হত্যা ও মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সেইসাথে গাইবান্ধা সদর উপজেলার হতদরিদ্র মানুষেরা মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে তাদের কাছ থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে বক্তারা বলেন, সদর উপজেলা পরিষদের পিয়ন নুরু-মুক্তি প্রতারকদের দৃষ্টান্তক শাস্তির দাবি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আাসামী নুরুল ইসলাম নুরুকে গ্রেফতার এবং টাকা উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
শেষে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।