Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-১২-২০২৫, সময়ঃ সকাল ১০:৩০

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

তারেক রহমান—ছবি: সংগৃহীত।

মাধুকর ডেস্ক►

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকার গুলশানে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে রাত ৯টায় জরুরি বৈঠকে বসে দলটির স্থায়ী কমিটি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের এখন যে বার্তা দেবো, সারা দেশের মানুষের জন্যই একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসিত অবস্থায় রয়েছেন, তিনি বিগত প্রায় এক যুগ ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন। তার আগমনকে শুধু স্বাগতই নয়, আমরা আনন্দের সঙ্গে সমগ্র জাতিকে জানাতে চাইছি।

উল্লেখ্য, ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। পরে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে তিনি সে দেশেই বসবাস করছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনও কোনও মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান তিনি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad