Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৮-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৫৮

‘জাতীয় শিক্ষাক্রম ২০২১’ বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

‘জাতীয় শিক্ষাক্রম ২০২১’ বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক►

২০২১ সালে প্রণীত জাতীয় শিক্ষাক্রমকে ‘জ্ঞান-বিজ্ঞান ও মনুষ্যত্ব ধ্বংসের শিক্ষাক্রম’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ (রবিবার, ১৮ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার গণবিরোধী ও জ্ঞান-বিজ্ঞান-মনুষ্যত্ব ধ্বংসকারী ‘জাতীয় শিক্ষাক্রম – ২০২১’ সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে জোরপূর্বক প্রণয়ন করে। এই শিক্ষাক্রমের মধ্য দিয়ে পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছে, মূল্যায়ন পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করা হয়েছে, কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেয়া হয়েছে এবং শিক্ষার ব্যয় বৃদ্ধি করাসহ আরও অগণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর প্রতিবাদে আমরা সারাদেশে এই শিক্ষাক্রম বাতিলের দাবিতে ৫ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছি। 

অবিলম্বে এই শিক্ষাক্রম বাতিল করে ছাত্র-শিক্ষক-অভিভাবক-বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করে নতুন শিক্ষাক্রম চালুর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়া, সংগঠক জয়নুল, ধনঞ্জয় ও মোকলেছুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad