• মাধুকর প্রতিনিধি
  • ৯ মিনিট আগে

অসাম্প্রদায়িক দেশ গড়ার আহবান জানিয়ে গাইবান্ধায় বড়দিন উদযাপন

অসাম্প্রদায়িক দেশ গড়ার আহবান জানিয়ে গাইবান্ধায় বড়দিন উদযাপন—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

পাপ, অসত্য, অন্যায় থেকে মন ফিরিয়ে সত্য, সুন্দর ও ভালো কাজে মনোনিবেশ এবং অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে গাইবান্ধায় খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের সাংস্কৃতিক সংগঠন মেঘদূত কার্যালয় চত্বরে এ দিনটি উদযাপনের আয়োজন করে বাংলাদেশ ব্যাপিস্ট চার্চ সংঘ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র বাইবেল থেকে মহান যিশু খ্রিস্টের বাণী পাঠ করেন ববি রোজারিও। ক্রীড়া ব্যক্তিত্ব ও পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক মমতাজুর রহমান বাবু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মুরাদজামান রব্বানী, সহ-সম্পাদক মিতা হাসান, সংগীত শিল্পী চুনি ইসলাম, সাংবাদিক কুদ্দুস আলম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের নেতা গোলাম রব্বানী মুসা, উদীচীর সাধারণ সম্পাদক শিরিন আক্তার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, শিক্ষক অঞ্জলি রাণী দেবী, পপি রোজারিও প্রমুখ।

শেষে আনন্দমুখর পরিবেশে বড়দিনের কেক কাটা হয়।