• মাধুকর প্রতিনিধি
  • ৩৯ মিনিট আগে

আরজেএসসির নিবন্ধন পেল সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন

আরজেএসসির নিবন্ধন পেল সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন—ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক►

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন।

গত সোমবার (২২ ডিসেম্বর) আরজেএসসির এ নিবন্ধন পায় সংগঠনটি। ফাউন্ডেশনটির নিবন্ধন নম্বর RAJS-557/2025।

নিবন্ধন প্রাপ্তির মাধ্যমে সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন একটি পূর্ণাঙ্গ ও আইনগত স্বীকৃত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল। সংগঠনটি দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলার যুব উন্নয়ন, শিক্ষা, পরিবেশ সুরক্ষা, সামাজিক সচেতনতা এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিবন্ধন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ভবিষ্যতে আরও স্বচ্ছ, পরিকল্পিত ও বিস্তৃত পরিসরে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে কাজ করার সুযোগও আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এই অর্জনে সংশ্লিষ্ট সকল শুভানুধ্যায়ী, সদস্য, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আগামীতেও গাইবান্ধার সামাজিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।