• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-১২-২০২৩, সময়ঃ রাত ০৮:১০

গোবিন্দগঞ্জে অনলাইন লটারিতে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন



গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন লটারির মাধ্যমে আমন মৌসুমের ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল মিয়া। 

উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবাহন জানান, এবার অনলাইনে মোট ৬ হাজার ৮১১ জন আবেদন করেন। এর মধ্যে ১ হাজার ৭০০ জন নিবন্ধন করেন। যার মধ্য থেকে ৩৫৭ জন কৃষক ধান বিক্রি করতে পারবেন। নির্বাচিত কৃষকেরা ১ হাজার ২০০ টাকা মণ দরে ৩ টন করে ধান গুদামে দিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবাহন, মেডিকিল অফিসার ডা মুনিরা, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভিএস তানভির জাহান, অতিরিক্ত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া, গুমানিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ, উপজেলা চাউলকল মালিক সমিতির সভাপতি  আব্দুল গফুর বাবলু,  কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু প্রমুখ।