- মাধুকর প্রতিনিধি
- ১ ঘন্টা আগে
তারেক রহমানকে বরণ করতে গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছেন হাজারো নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক►
যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই এখন বিএনপিতে বইছে আনন্দের হাওয়া। তারেক রহমানকে স্বাগত জানাতে গাইবান্ধা থেকে দলের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এখন ঢাকাগামী।
বিএনপি নেতারা বলছেন, জেলার ৭ উপজেলার ৮১টি ইউনিয়ন এবং চারটি পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সবগুলো ইউনিটের নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। জেলা থেকে ১৫-২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন তারেক রহমানকে বরণ করতে। জেলা থেকে বাস, মিনিবাস, মাইক্রো, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে করে গত কয়েকদিন ধরে ঢাকা যাচ্ছেন তারা। আবার কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগেও ঢাকায় যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, জেলা বিএনপির কার্যালয়ের সামনে সকাল থেকেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এখান থেকে বিভিন্নভাবে ১৫- ২০ গ্রুপ করে বিভিন্ন যানবাহন ভাড়া করে ঢাকায় যাচ্ছেন তারা।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্ত্রী-কন্যাসহ দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। এদিন ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে দেওয়া হবে সংবর্ধনা। যেখানে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে দলটি।
গাইবান্ধা সদর উপজেলার বিএনপির সাধারন সম্পাদক মোকছুদার রহমান মাস্টার বলেন, তারেক রহমানকে দেখার জন্য সারা দেশের মানুষ উদগ্রীব। তাই তাকে স্বাগত জানাতে সবাই ঢাকা ছুটছেন। ইতিমধ্যে উত্তর জেলার আওতাধীন ৭ উপজেলা থেকে কয়েক হাজার মানুষ ঢাকায় অবস্থান করছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল বলেন, গাইবান্ধা জেলা থেকে আমরা কমপক্ষে ১৫-২০ হাজার মানুষ জড়ো করবো ইনশাআল্লাহ। আগামী ২৫ তারিখ হবে ইতিহাসের একটি স্মরণীয় দিন। নেতাকর্মীরা এই দিনের সাক্ষী হওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করবেন।