- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-১১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩১
নবম দফায় ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির
মাধুকর ডেস্ক►
নবম দফায় ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে অনলাইনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।
এ সময় রিজভি তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। সেইসাথে খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিরও দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।