- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ফুলছড়িতে গরু ব্যবসায়ী হত্যায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আমিনুল হক, ফুলছড়ি►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গরু ব্যবসায়ী খোকা মিয়া হত্যা মামলার অন্যতম আসামি আবু সাইদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হোদা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাতলামারির নবাবগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবু সাঈদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলার গজারিয়া ইউনিয়ন কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তিনি এলাকায় ‘ডাকাত সর্দার’ হিসেবে পরিচিত। ক্ষমতার অপব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, চুরি, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও আসামিকে গ্রেপ্তার করা হতে পারে।”
এদিকে আবু সাইদ গ্রেপ্তার হওয়ার খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার দাপট দেখিয়ে আবু সাইদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তাঁর ভয়ে সাধারণ মানুষ তটস্থ থাকত।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ভোরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রামে গরু ব্যবসায়ী খোকা মিয়াকে হত্যা করা হয়। নিহত খোকা মিয়া ওই গ্রামের রশিদ সরকারের ছেলে।