- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-৯-২০২৩, সময়ঃ রাত ০৭:০৯
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোর-৪ আসনের এমপি হলেন সিদ্দিকুর রহমান
মাধুকর ডেস্ক►
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ রবিবার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মঈন উদ্দীন খান।
ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মঈন উদ্দীন খান বলেন, এ আসনে প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দেননি। ফলে যাচাই-বাছাইয়ে যায় ডা. সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র। রোববার চূড়ান্ত যাচাইয়ে সবকিছু বৈধ থাকায় বিধি মোতাবেক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নির্বাচিত করা হলো।
প্রসঙ্গত, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস গত ৩০ আগস্ট মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গত ১৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিদ্দিকুর রহমান পাটোয়ারী ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। তাই নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হয়নি।