• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-১-২০২৬, সময়ঃ রাত ০৭:৫২

রংপুর রাইডার্সের কম্বল বিতরণে উষ্ণতা পেল গাইবান্ধার শীতার্ত মানুষ

রংপুর রাইডার্সের কম্বল বিতরণে উষ্ণতা পেল গাইবান্ধার শীতার্ত মানুষ—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিপিএলের দল রংপুর রাইডার্স ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি)। জেলার চার হাজারের দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে আয়োজকরা।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের সাহেব উল্লাহ্ সরকার উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। হাড়কাঁপানো শীতে কম্বল পেয়ে স্বস্তি ও আনন্দে মুখর হয়ে উঠেন শীতার্ত মানুষজন।

কম্বল পেয়ে বোয়ালী গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধা নবীরুন নেছা বলেন, ‘এই বয়সে শীতে শরীর আর সয় না। রাতে ঘুমাতে পারি না। আজ কম্বল পাইছি, আল্লাহ রংপুর রাইডার্সের সবাইরে ভালো রাখুক।’ বিধবা হাজেরা বেগম বলেন, মানষে হামাক ঘর দিয়া দিছে। সেই ঘরত প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে থাকম। দু-খ্যান খ্যাঁতা দিয়ে হামারের ঠান্ডা মরে না। এইবার যে হিয়েল (শীত) পড়ছে। ঘর থাইকা বাইর হওনা যায় না। শীতোত খুব কষ্ট হয় হামার। তোমরা যে কম্বল দিলেন। এই কম্বল দিয়া শীতে আরাম হবে। রাতে আরাম করে ঘুমাবার পামো। একই কথা বলেন খেয়াঘাট এলাকার আনিছা বেগম (৬৫), আমিনুল ইসলাম (৬৬)।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর রাইডার্সের হেড অব অপারেশনস তানভিরুল ইসলাম অভি। এ সময় তিনি বলেন, রংপুর রাইডার্স শুধু একটি ক্রিকেট দল নয়, আমরা সামাজিক দায়বদ্ধতায় বিশ্বাসী। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মহফিল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন, অধ্যাপক আজিজুল ইসলাম এবং বোয়ালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম সাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা রংপুর রাইডার্সের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ক্রীড়াঙ্গনের সংগঠনগুলোর এমন সামাজিক ভূমিকা আরও বিস্তৃত হওয়ার আহ্বান জানান।