- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-১২-২০২৩, সময়ঃ রাত ০৮:০৯
সাঘাটার পদুমশহর স্বাস্থ্যকেন্দ্রে হাজারতম নিরাপদ প্রসব সেবা উদযাপন
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে ১০০০তম নিরাপদ প্রসব সেবা উদযাপনের লক্ষ্যে এক আলোচনা সভা শনিবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক দাতা সংস্থা Korea International Cooperation Agency (KOICA) এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সহযোগিতায় এসকেএস ফাউণ্ডেশনের আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এনডিসি সাহান আরা বানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর (মা ও শিশূ স্বাস্থ্য) পরিচালক জনাব ডাঃ মুনিরুজ্জামান সিদ্দিকি, পরিবার পরিকল্পনা বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তর (মা ও শিশূ স্বাস্থ্য) সহ: পরিচালক ডাঃ মোস্তফা কামাল মজুম, গাইবান্ধা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার খালেদা হাবিব, এসকেএস ফাউণ্ডেশনের উপ-পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদুমশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএস ফাউণ্ডেশন মমতা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বাহারাম খান।
উলেখ্য, গাইবান্ধা জেলার ৪টি উপজেলার ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মমতা প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব, প্রসব পরবর্তী সেবা, নিরাপদ প্রসব সেবা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সমন্বিতভাবে ২০২১ সাল থেকে কাজ করছে।