- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সাঘাটায় প্রাথমিক বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা চুরি
মোস্তাফিজুর রহমান, সাঘাটা►
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে টিউবওয়েল ও সিসিটিভি ক্যামেরাগুলো না দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিশ্চিত হলে এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে বিদ্যালয় প্রাঙ্গণে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো অজ্ঞাত চোরেরা কৌশলে খুলে নিয়ে যায় এতে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অতুল চন্দ্র সরকার জানান, চুরির ঘটনার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে অবহিত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে একজন শিক্ষক প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।