• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সাদুল্লাপুরে আগুন পোহানোর সময় দগ্ধ গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

সাদুল্লাপুরে আগুন পোহানোর সময় দগ্ধ গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গছেন...

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আগুন পোহানোর সময় দগ্ধ গৃহবধূ নাজমা বেগম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এরআগে গত সোমবার (১২ জানুয়ারি) ভোরে শীত নিবারণের জন্য আগুন পোহানোর সময় দগ্ধ হন নাজমা বেগম। 

নিহত নাজমা বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের ওয়াহেদ আকন্দের স্ত্রী। 

প্রতিবেশি ও স্বজনেরা জানান, গত সোমবার ভোরে নাজমা বেগম শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসাবধানতায় তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। এতে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়ে তিনি গুরুতর অসুস্থ হন। স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। শুক্রবার সেখানে তিনি মারা যান। 

দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম জানান ওই নারীর মৃত্যুর কারণ জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।