- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৯-১১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১৮
সুন্দরগঞ্জে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
সুন্দরগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলার সহকারি পরিচালক আফসানা পারভীন, উপজেলা স্যানিটেশন কর্মকর্তা শহিদুল ইসলাম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন মজুমদার শাহিন, সাধারন সম্পাদক নাহিদ লেলিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া, ব্যবসায়ী কেশব চন্দ্র সরকার প্রমুখ।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে ব্যাপক আলোচনা নিয়ে আলোচনা করা হয়।