- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-৭-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:০৮
সুন্দরগঞ্জে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয় সভা
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রকল্প এ সভার আয়োজন করেন।
MACP-এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের কারিগরী সহযোগিতায় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্কর।
প্রদৃপ্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারুক হোসাইনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রদৃপ্ত প্রকল্পের সিনিয়র অফিসার শারমিন বেগম, ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা. মুন্নী বেগম, রেখা রানী সরকার, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম, বেলকা ইউনিয়নের অংশগ্রহণকারী নজরুল ইসলাম প্রমূখ।
সমন্বয় জানানো হয়, যুবগোষ্ঠীকে চিহ্নিতকরে যুবদের জীবন দক্ষতা এবং যুব উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিকরণের মাধ্যমে যুব ক্ষমতায়ন নিশ্চিত করা, যুবদের প্রশিক্ষণ প্রদান এবং কর্মসংস্থান তৈরি করতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে৷
সমন্বয় সভায় প্রকল্পভূক্ত বেলকা ও কঞ্চিবাড়ি ইউনিয়নের ১৮ জন যুব-কৃষক অংশগ্রহণ করেন।