- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩-৫-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:২৫
মাধুকর প্রতিনিধিদের মেলবন্ধন উপলক্ষে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক►
মাধুকর প্রতিনিধিদের মেলবন্ধন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ৩ মে) সকালে মাধুকর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাধুকরের জেলা-উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
মাধুকর সম্পাদক কে এম রেজাউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্বাহী সম্পাদক আবু সাঈদ সুমন, ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অ্যান্ড নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম, বার্তা সম্পাদক উজ্জল চক্রবর্তী, ম্যানেজার ও সহকারী বার্তা সম্পাদক ভবতোষ রায় মনাসহ অন্যরা।

এছাড়াও সুুন্দরগঞ্জ প্রতিনিধি এ মান্নান আকন্দ, সাদুল্লাপুর প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, পলাশবাড়ী প্রতিনিধি আবুল কালাম আজাদ, পলাশবাড়ী (পৌর) প্রতিনিধি সোহেল রানা, গোবিন্দগঞ্জ প্রতিনিধি গোপাল মোহন্ত, মহিমাগঞ্জ প্রতিনিধি মনজুর হাবীব, সাঘাটা প্রতিনিধি জয়নুল আবেদীন, ফুলছড়ি প্রতিনিধি আমিনুল হক, গজারিয়া-ভরতখালী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ঘোড়াঘাট প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, পীরগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুসেল, সোনাতলা প্রতিনিধি নুরে আলম সিদ্দিকী সবুজ, দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ, কুড়িগ্রাম প্রতিনিধি রতি কান্ত রায়, রাজারহাট প্রতিনিধি রমেশ চন্দ্র সরকার, সৈয়দপুর প্রতিনিধি শাহজাহান আলী মনন, নওগাঁ প্রতিনিধি আব্দুর রউফ রিপন, ফুলবাড়ী প্রতিনিধি মিজানুর রহমানসহ মাধুকরের অন্যান্য কর্মীরা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।