- মাধুকর প্রতিনিধি
- ২ ঘন্টা আগে
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা জসিম জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর জেল গেটে আবারও গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী খান মো. সাঈদ হোসেন জসিমকে।
আজ (সোমবার, ৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাকে গোবিন্দগঞ্জ থানার একটি হত্যা চেষ্টা মামলার গ্রেফতার দেখিয়ে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি আগামী ১০ মে চেম্বার অব কমার্সের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিন মামলায় গ্রেফতার হয়ে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা বা অভিযোগ নেই। এ সময় পুলিশের কাছে তাকে গ্রেফতারের কারণও জানতে চান তিনি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল আহমেদ জানান, জসিম গোবিন্দগঞ্জ থানার একটি হত্যা চেষ্টা মামলার আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে ৩ এপ্রিল রাতে পৌর শহরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জুর বাড়ি থেকে রঞ্জুসহ জসিমকে গ্রেফতার করা হয়।
বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বছরের ২৬ আগস্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া দুই মামলার এজাহারভুক্ত আসামি জসিম। এছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মিসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনার মামলার আসামি হিসেবে তিনটি মামলা থেকে সোমবার জামিনে মুক্ত হয়েছিলেন তিনি।