- মাধুকর প্রতিনিধি
- ৩ ঘন্টা আগে
হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ফুলছড়িতে বিক্ষোভ
আমিনুল হক, ফুলছড়ি►
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ (সোমবার, ৫ মে) সন্ধ্যায় উপজেলা সদর কালিরবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা বটতলায় গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার মুখপাত্র জাহিদ হাসান জীবন, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, উপজেলা নেতা আহসানুল হক স্বাধীন, আরিফ খান, আইয়ুব আলী, ইবনে সিনা লিয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অবিলম্বে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। তারা বলেন, ‘হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের মহানায়ক। তার ওপর বারবার হামলার ঘটনা প্রমাণ করে আমাদের বিপ্লবীদের প্রত্যেকের জীবন আজ নিরাপত্তাহীন। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিপ্লবীদের জীবনের নিরাপত্তা দাবি করছি। সরকার যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ছাত্র-জনতা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।’