- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ঢিবির নিচে লুকোনো রাজা বিরাটের রাজ্য
গোপাল মোহন্ত►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে রাজাহার ইউনিয়নে অবস্থিত রাজা বিরাটের ঢিবি। জনশ্রুতি আছে, এখানে প্রাচীন একটি দুর্গ নগরী ছিল। এর নিরাপত্তার জন্য ছিল সু-উচ্চ প্রাচীর এবং প্রাচীরের বাইরে প্রশস্ত ও সুগভীর পরিখা। তবে খননকারী দল এখন পর্যন্ত প্রাচীন দুর্গ নগরীর কোনো চিহ্ন খুঁজে পায়নি। তবে ধারণা করা হচ্ছে, মূল অবকাঠামোর সঙ্গে আরও দুই-তিনটি মন্দিরের সংযোগ সড়ক ছিল, যা ধ্বংসপ্রাপ্ত।…