- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-৫-২০২৫, সময়ঃ বিকাল ০৫:৩৮
গোবিন্দগঞ্জে সরোবরে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বর্ধনকুঠি সরোবরে গোসল করতে গিয়ে শাওন মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (রবিবার, ১১ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাওন গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনার পাড়া মহল্লার প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সবার অজান্তে শাওন মিয়া তার ভাইয়ের সাথে পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, এ ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।