- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-৫-২০২৫, সময়ঃ বিকাল ০৪:৫৩
বিক্রয় কমিশন বৃদ্ধিসহ ৪ দাবিতে গাইবান্ধায় ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক►
বিক্রয় কমিশন বৃদ্ধিসহ ৪ দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে ওষুধ ব্যবসায়ীরা। আজ (বৃহস্পতিবার, ২২ মে) বেলা ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি’ এ কর্মসূচির আয়োজন করে।
তাদের বাকী দাবিগুলো হলো- সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করতে হবে।
এই চারটি দাবি মানে না হলে জেলার সকল ওষুধের দোকানে ধর্মঘট ও হরতাল কর্মসূচির হুঁশিয়ারী দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বিসিডিএসের জেলা আহবায়ক মো. শরিফুল ইসলাম মন্ডল, সদস্য মো. রেজাউল হক খান তাজু, মো. আব্দুর রাজ্জাক, মো. জাকির হোসেন আঙ্গুর, রেজাউল করিম, মো. কল্লোল হোসেন, ফারুক আহমেদ, মো. হাবিবুর রহমান, মো. সেলিম মিয়া, ফারুক আহমেদ বিপ্লব, মো. জাহাঙ্গীর কবির প্রমুখ।