- মাধুকর প্রতিনিধি
- ৯ ঘন্টা আগে
গাইবান্ধায় মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আটিকেল নাইনটিন এর সহযোগিতায় মানবাধিকার সংগঠন অবলম্বন ও গাইবান্ধা জেলা মানবাধিকার ফোরামের আয়োজনে আজ (শনিবার, ১৯ জুলাই) সকালে অবলম্বন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন- গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান। আলোচনা করেন গাইবান্ধা জেলা মানবাধিকার ফোরামের সভাপতি ও ছিন্নমুল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান, মানবাধিকার সংগঠন ‘অবলম্বন’-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডাব্লিউডিপি’র নির্বাহী প্রধান ফরিদ আহমেদ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, একুশে টিভির জেলা প্রতিনিধি আফরোজা লুনা, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর থানা আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, নারী নেত্রী সেলিনা আক্তার সোমা, ওডিএসডি’র শাহজামাল চৌধুরী রিয়ার, জিআরডিএফ’র নির্বাহী পরিচালক আসাদুল ইসলাম, গণচেতনার নির্বাহী পরিচালক আবু তাহেরসহ অন্যান্যরা।
আলোচকরা বলেন, “গাইবান্ধা জেলার প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই সামাজিক, অর্থনৈতিক ও আইনি বঞ্চনার শিকার। ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচারের ক্ষেত্রে তারা এখনও বৈষম্যের মুখোমুখি। জেলার মানবাধিকার পরিস্থিতি কেমন রয়েছে সে বিষয়ে গাইবান্ধা জেলার বিভিন্ন সেক্টরের তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন প্রকাশিত সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার মানবাধিকার পর্যালোচনা করে রিপোর্ট প্রকাশ করা হবে।”
সভায় মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ন্যায্য অধিকার আদায় এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সভা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।