• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৭-২০২৫, সময়ঃ রাত ০৭:২৪

গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা সামিউর রহমান মারা গেছেন



তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা কৃষিবিদ সামিউর রহমান (৭০) মারা গেছেন। আজ (সোমবার, ২৮ জুলাই) দুপুর ২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সামিউর রহমানের বাড়ি জেলার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ ভাতগ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। 

স্বজনেরা জানায়, আগামীকাল (মঙ্গলবার, ২৯ জুলাই) জোহরের নামাজের পর উপজেলার ভাতগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার নিজ গ্রামের বাড়ি দক্ষিণ ভাতগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।  

তাঁর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম মিয়া ও যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাক আহম্মেদ শাকিল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বনিক সমিতির সভাপতি সফিউল ইসলাম স্বপন এবং তাতীঁদলের আহ্বায়ক আসম সাজ্জাদ হোসেন পল্টনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।