• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৭-২০২৫, সময়ঃ রাত ০৮:০৫

গাইবান্ধায় বেকার তরুণ-তরুণীদের নিয়ে চাকরি মেলা



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হলো চাকরি মেলা। বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে আজ (মঙ্গলবার, ২৯ জুলাই)  জেলা স্টেডিয়াম মিলনায়তনে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আয়োজিত এই মেলায় অংশ নেয় স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৭টি প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রহিজ উদ্দিন, সেভ দ্য চিলড্রেন (ইওয়াইই প্রজেক্ট)-এর ডেপুটি ডিরেক্টর নিশাত আফরোজ মির্জা, ইএসডিও এর টিভেট হেড ও ফোকাল পারসন শাহরিয়ার মাহমুদ, গাইবান্ধা নগর মাতৃসদন এর প্রজেক্ট ম্যানেজার আঃ সামাদ প্রমুখ। এতে সার্বিকভাবে সহযোগিতা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু ওয়ালিদ, মনিটরিং অফিসার ওসমান গণি ও এস.এম শামীম আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র অফিসার এস.এম সিফাত সারোয়ার। 

মেলা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই চাকরিপ্রত্যাশীদের ভিড়। প্রাণ, আরএফএল, গাজীপুরের আইইইটি লিমিটেড, গাইবান্ধার বিন্দু আইটি, ফাতিহা হ্যান্ডিক্রাফটসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলে জমা পড়ে অসংখ্য সিভি। কয়েকটি প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে সিভি ও আবেদনপত্র যাচাই-বাছাই করে সাক্ষাৎকার নিয়ে চাকরি প্রদানের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেন। 

মীরা আক্তার নামে এক চাকরি প্রত্যাশী বলেন, ‘এই চাকরির জন্য ব্যাংক ড্রাফট, আবেদন কিছুই লাগেনি। সিভি ও আবেদনপত্র এবং কয়েক মিনিটের ভাইভায় চাকরি পেলাম। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি।’