• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৮-২০২৫, সময়ঃ বিকাল ০৫:১৮

সাঘাটায় চরাঞ্চলের অর্ধশত পরিবার পেল সোলার হোম সিস্টেম



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার সাঘাটা উপজেলার চরাঞ্চলে বসবাসরত সুবিধাবঞ্চিত ও দরিদ্র ৫২টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

উপজেলার ভরতখালী হাট এলাকায় অবস্থিত এসকেএস রিসোর্স সেন্টারে আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সকালে এ সোলার সিস্টেম বিতরণ করা হয়।

জার্মানির দাতা সংস্থা ‘আন্ধেরি-হিল্ফে’র সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন লাইটিং দ্য পুওর এন্ড ডিজএ্যাডভান্টেজ ফ্যামিলিজ লিভিং ইন চর এরিয়াজ প্রকল্পের আওতায় এ সোলার সিস্টেম বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে সোলার সিস্টেম তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল কামাহ্ তমাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, লাইটিং দ্য পুওর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার হাসিনা পারভিন, এসকেএস রিসোর্স সেন্টারের ম্যানেজার মিজানুর রহমান আকন্দ।

আয়োজকরা জানান, লাইটিং দ্য পুওর এন্ড ডিজএ্যাডভান্টেজ ফ্যামিলিজ লিভিং ইন চর এরিয়াজ প্রকল্পটি সাঘাটা উপজেলায় গত ১ জানুয়ারি থেকে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পটির উদ্দেশ্য হলো- চর এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারগুলোকে সোলার হোম সিস্টেমের মাধ্যমে ঘর আলোকিত করতে এবং আয়বৃদ্ধিমূলক কার্যক্রমে সহায়তা করা। প্রকল্পটির আওতায় এ পর্যন্ত ২৭১টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরন করা হয়েছে।