- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৫-৮-২০২৫, সময়ঃ রাত ০৯:০৬
গাইবান্ধা শহরের ১নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা শহরের ১নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আজ (শুক্রবার, ১৫ আগস্ট) বিকেলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে এদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত তিনটি পদের নির্বাচন হয়।
নির্বাচনে গরুগাড়ী প্রতীকে ৪৩ ভোট পেয়ে সভাপতি লিচু মিয়া, ফুটবল প্রতীকে ৬১ ভোট পেয়ে শফিকুর রহমান সাধারণ সম্পাদক এবং টিয়াপাখি প্রতীকে ৮৪ ভোট পেয়ে নীল মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে হাতি প্রতীকে মাহাবুর রহমান ৩৮ ভোট ও আরেক প্রার্থী ইকবাল করিম ছাতা প্রতীকে ২১ ভোট পেয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের আরেক প্রার্থী মামুনুর রশিদ নিশাত আনারস প্রতীকে ৩৯ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদের আরেক প্রার্থী তারিকুল ইসলাম কলস প্রতীকে ১৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু। এছাড়াও কমিটির দায়িত্বে ছিলেন মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, শফিকুল ইসলাম লিপন, অ্যাডভোকেট খন্দকার আল আমিন ও সায়েম মন্ডল।