- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৬-৮-২০২৫, সময়ঃ দুপুর ০২:১৯
গাইবান্ধার হৃদয়ে এক নির্মোহ যাত্রা
কঙ্কন সরকার►
কায়সার রহমান রোমেল একজন সাংবাদিক ও গ্রাফিক্স ডিজাইনার। কিন্তু তার লেখায় পেশাদারিত্বের নির্মোহ বর্ণনার পাশাপাশি মিশে আছে এক অদ্ভুত মায়া, যা পাঠককে টেনে নিয়ে যায় গাইবান্ধার পথে-প্রান্তরে। তার সম্প্রতি প্রকাশিত বই, ‘কলমে-কাগজে নির্মোহ বর্ণমালা’, যেন এক চলমান চিত্র, যা গাইবান্ধা জেলার নানা প্রান্তের গল্পগুলো তুলে ধরেছে।
বইটির প্রতিটি লেখা ফিচারধর্মী হলেও, তা যেন এক একটি ছোট গল্প বা কবিতা। শিরোনামগুলোও লেখকের নিজস্ব, যা তার গ্রাফিক্স ডিজাইনগুলোর মতোই শৈল্পিক। যেমন, ‘গাইবান্ধায় কমলা বাগান-মন বাড়িয়ে রঙ্গিন ছোঁয়া’—শুধু শিরোনাম পড়েই মনে হয় যেন কমলার লোভনীয় স্বাদ জিভে চলে আসছে। এই লেখাটি শুধু গাইবান্ধায় কমলা চাষের বর্ণনা দেয়নি, বরং তা ছিল সুন্দরগঞ্জ নিয়ে প্রথম কোনো প্রতিবেদন, যা অনেকের কাছেই অজানা ছিল।
এই বইতে রোমেল তার অনুসন্ধানী দৃষ্টি দিয়ে গাইবান্ধার বহু বৈচিত্র্যময় দিক তুলে ধরেছেন। এতে উঠে এসেছে নারী উদ্যোক্তাদের সফলতার গল্প, কৃষি ও ক্রীড়াক্ষেত্রের অগ্রগতির চিত্র। সাংবাদিক ও সাংস্কৃতিক জগতের নারীদের সাফল্য যেমন আছে, তেমনি আছে চর জীবনের কঠিন বাস্তবতার কাব্যিক বর্ণনা। এছাড়া, জেলার ঐতিহ্যবাহী মসজিদ, মন্দির, মাজার এবং হারিয়ে যেতে বসা গরুর হাল ও সিনেমাহলের মতো বিষয়গুলোও তার কলমের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন এবং তালা মেরামতের মতো সাধারণ পেশার মানুষগুলোও তার লেখায় স্থান পেয়েছে।
বইটিতে মোট ৭২টি ফিচার রয়েছে। প্রতিটি লেখায় আছে স্বপ্ন, সম্ভাবনা, সমস্যা এবং তার সমাধানের ইঙ্গিত। লেখক যেন তার কলমের মাধ্যমে গাইবান্ধার এক ভিন্ন রূপ তুলে ধরেছেন—যেখানে বাস্তবতা আছে, কিন্তু কোনো মোহ নেই। এটি কেবল একটি বই নয়, এটি গাইবান্ধাকে নতুন করে জানার একটি জানালা। কায়সার রহমান রোমেলের এই প্রচেষ্টা গাইবান্ধার ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমানকে এক নতুন আঙ্গিকে পাঠকের সামনে তুলে ধরেছে। এটি এমন এক প্রকাশনা যা স্থানীয় সাংবাদিকতার মানকে যেমন উন্নত করে, তেমনি সাহিত্যেরও নতুন দিগন্ত উন্মোচন করে।
লেখকের নিজস্ব চিন্তাভাবনা, অনুভূতি আর সমাজের প্রতি তাঁর নির্মোহ দৃষ্টিভঙ্গির এক দারুণ প্রতিফলন সাংবাদিক কায়সার রহমান রোমেলের বই ‘কলমে-কাগজে নির্মোহ বর্ণমালা’। নতুন প্রকাশ থেকে প্রকাশিত এই গ্রন্থটি ২০২৫ সালের অমর একুশে বইমেলায় পাঠকের সামনে আসে।
বইটির আকর্ষণীয় প্রচ্ছদ করেছেন শিল্পী বিপুল শাহ, যা ভেতরের বিষয়বস্তুর সাথে দারুণ সামঞ্জস্যপূর্ণ। রাশেদ স্বর্গের সুন্দর পৃষ্ঠাসজ্জা আর বাঙলা মুদ্রণের নিখুঁত গ্রন্থবিন্যাস বইটিকে দিয়েছে এক দৃষ্টিনন্দন রূপ। হার্ডকভারের এই বইটিতে আছে ১৯৬টি পৃষ্ঠা, যার মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।
এই বইটির গ্রন্থস্বত্ব লেখকের জীবনসঙ্গী লুবনা ইয়াসমিন শান্তাকে দেওয়া হয়েছে, যা বইটিকে ব্যক্তিগত স্পর্শ দিয়েছে। যারা সাংবাদিকতা এবং জীবনের গভীর দর্শন নিয়ে লেখা পড়তে ভালোবাসেন, তাদের জন্য এই বইটি এক দারুণ সংগ্রহ হতে পারে। বইটি পরিবেশনার দায়িত্বে আছে ঢাকার সৌম্য প্রকাশনী।