- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৬-৮-২০২৫, সময়ঃ বিকাল ০৪:৩৬
গাইবান্ধায় শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপন
নিজস্ব প্রতিবেদক►
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে আজ (শনিবার, ১৬ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও শ্রীকৃষ্ণ পূজা।
এদিন দুপুরে শহরের ভিএইড রোড কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
ভিএইড রোড কালীবাড়ি মন্দির চত্বরে জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বিরতী রঞ্জন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা পৌরসভার প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, ক্যাপ্টেন রায়হানুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক বিমল সরকার, প্রফেসর সমীর কুমার সরকার, বিপুল কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শকে সামনে রেখে সত্য, ন্যায় ও মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় ৫ হাজার ২শ বছর আগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্মতিথিকেই জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকেন অনুসারীরা। প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, দুষ্টের দমন এবং শিষ্টের পালনেই শ্রীকৃষ্ণ অবতাররূপে পৃথিবীতে আবির্ভূত হন বলে ভক্তদের বিশ্বাস।