• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৮-২০২৫, সময়ঃ বিকাল ০৫:০৩

গাইবান্ধায় সিপিবির নারী শাখার সম্মেলন



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নারী শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১৬ আগস্ট) সকাল ১১টায় জেলা সিপিবি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মিতা হাসানের সভাপতিত্বে ও নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজর রহমান মুকুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার।

পরে মেহেরুন মুন্নীকে সম্পাদক ও শারমিন সাঈদকে সহকারি সম্পাদক নির্বাচন করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশে নারীরা সবসময় বৈষম্যের শিকার, তারা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়। গতবছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা বেশি সহিংসতার শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে যা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।

সেইসাথে তারা আরও বলেন, শুধু ব্যক্তির পরিবর্তন দিয়ে নারীর ক্ষমতায়ন বা নারীর বৈষম্য দূর হবে না; এর জন্য ব্যবস্থার পরিবর্তন করতে হবে, সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করতে হবে।