- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-৮-২০২৫, সময়ঃ রাত ০৭:০৮
সাদুল্লাপুরে এনসিপি নেতা নাজমুল সোহাগের বেগুন ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা
তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক ও গাইবান্ধা প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগের বাবা আব্দুর রহমান ওরফে ভোলা হাজীর সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের ৩০ শতক ক্ষেতের বেগুন ক্ষেত শনিবার (১৬ আগস্ট) রাতে নষ্ট করেছে দূর্বৃত্তরা। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভোলা হাজীর দাবি করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, আব্দুর রহমান ওরফে ভোলা হাজী ৩০ শতক জমিতে বেগুন চারা রোপণ করছিলেন। এই ক্ষেত থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকার বেগুন বিক্রি হতো। কিন্তু শনিবার (১৬ আগস্ট) রাতের কোনো এক সময় কে বা কারা এই ক্ষেতের সবগুলো বেগুন গাছ কেটে সাবার করেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান বলেন, ৩০ শতক জমিতে বেগুন চারা রোপণ করতে ইতোমধ্যে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এ ক্ষেত থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকা বেগুন বিক্রির আশা ছিলো। এরই মধ্যে কে বা কারা আমার বেগুন ক্ষেত নষ্ট করে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুপদ হালদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।