- মাধুকর প্রতিনিধি
- ১০ ঘন্টা আগে
গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক►
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যে সারাদেশের মতো গাইবান্ধাতেও জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে আজ (সোমবার, ১৮ আগস্ট) র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করেছে। আগামী ২৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অংশীজনরা অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাতের অবদান অনন্য। বর্তমানে গাইবান্ধার বিভিন্ন পুকুর, খাল-বিল ও নদ-নদীতে মাছ চাষে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। পাশাপাশি নতুন প্রযুক্তি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ খাত আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে বক্তরা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এর মাধ্যমে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।