- মাধুকর প্রতিনিধি
- ৭ ঘন্টা আগে
গাইবান্ধায় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
জেলা মহিলা দলের আয়োজনে আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় উত্তোলন এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আবারও জেলা কার্যালয়ে মিলিত হয়ে আলোচনা সভায় অংশ নেয়।
মহিলা দলের জেলা সভাপতি ফরিদা ইয়াছমিন শোভার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, মহিলা দলের সদর উপজেলা সভাপতি সুলতানা খন্দকার মনি, সাধারণ সম্পাদক মাধবী সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার মাত্র আট দিন পরই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা দল গঠন করেছিলেন। তিনি তখনই উপলব্ধি করেছিলেন, জাতীয় রাজনীতিতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান ভূমিকা রয়েছে। সেই ধারাবাহিকতায় দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনগুলোতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।