- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
২৫ বছরের সংসারের ইতি টেনে দুধ দিয়ে গোসল করলেন পলাশবাড়ীর লিটন
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ২৫ বছরের সংসারের ইতি টেনে ৪০ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেছেন লিটন ফারাজি নামে এক ব্যক্তি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ার লিটন ফারাজি নামের ওই ব্যাক্তি পরিবারের সদস্যদের নিয়ে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেন।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে লিটন ফারাজির সাথে একই ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের লাভলী বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই দ্বন্দ্ব লেগে থাকতো। পারিবারিক দ্বন্দ্ব কলহ আর বিশ্বাসের সংকটের কারণে গত তিন মাস আগে স্ত্রী লাভলী বেগম তাকে এক তরফা তালাক দেন। দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করার পরও স্ত্রীকে সংসারে ফেরাতে না পেরে মনের ক্ষোভে তিনি দুধ দিয়ে গোসল করে সংসার জীবনের ইতি টানেন।
লিটন ফারাজি বলেন, ‘অতীতের সব কিছু ভুলে নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং বিবাহ বিচ্ছেদের পর নিজেকে পবিত্র করার উদ্দেশ্যে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছি।’