- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
জাকসু নির্বাচনে হল সংসদের ভিপি হয়েছেন গাইবান্ধার রায়হান
নিজস্ব প্রতিবেদক►
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ ফ ম কামালউদ্দিন হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন গাইবান্ধার কৃতী সন্তান জি.এম.এম. রায়হান কবির। তিনি দর্শন বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত।
রায়হান কবির গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দশকাউনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং গাইবান্ধা শহরের মাস্টারপাড়ায় তার শৈশব জীবন অতিবাহিত করেন। তিনি আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ থেকে প্রাথমিক, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গাইবান্ধা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বাবা মোঃ আব্দুল জলিল অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও মাতা মোছাঃ উম্মে কুলসুম বেগম। ৩ ভাই/২ বোনের মধ্যে রায়হান কবির ছোটো।
গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্মুখসারিতে ছিলেন জি.এম.এম. রায়হান কবির। অভ্যুত্থান পরবর্তী সময়ে দীর্ঘ এক বছর লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে রাজপথে সরব ছিলেন। এছাড়াও দীর্ঘ ৩৩ বছর থেকে বন্ধ থাকা জাকসু পুনরুজ্জীবিত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় সম্মুখসারিতে থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
এ প্রসঙ্গে নবনির্বাচিত হল সংসদের ভিপি জি.এম.এম. রায়হান কবির বলেন, আ ফ ম কামালউদ্দিন হলের সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসা ও সমর্থনে আমি হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছি। আমি অরাজনৈতিক পরিবারের সন্তান। আমার এই মুর্হুতে রাজনীতি করার ইচ্ছা নেই এবং লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতিও পছন্দ করি না। আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যেতে চাই।