• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে গাইবান্ধায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি



নিজস্ব প্রতিবেদক►

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার (৮ নভেম্বর) সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (বিওয়াইও)।

এ কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবীরা টার্মিনাল এলাকা, বাসস্ট্যান্ড ও আশপাশের সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। তারা স্থানীয় দোকানপাট ও যাত্রীদের পরিবেশ সচেতনতার আহ্বান জানান।

বিওয়াইও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, তারুণ্যের শক্তি যদি সমাজ উন্নয়নে কাজে লাগে, তাহলে পরিচ্ছন্ন ও সুন্দর একটি দেশ গড়া সম্ভব। গাইবান্ধার তরুণদের সক্রিয় অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

স্থানীয় বাসচালক রশিদ উদ্দীন বলেন, এভাবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চললে টার্মিনাল এলাকার পরিবেশ আরও সুন্দর থাকবে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।

এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অ্যান্ড নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম বলেন, তারুণ্যের উৎসব কেবল উদযাপন নয়, এটি তরুণদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করারও একটি উদ্যোগ। ভবিষ্যতেও এসকেএস ফাউন্ডেশন এ ধরনের ইতিবাচক কার্যক্রমে তরুণদের পাশে থাকবে।