• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে বৃদ্ধার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা শহরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে তছলিমা খাতুন (৬৩) নামে এক বৃদ্ধার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। এর আগে, রবিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার পর শহরের ফকিরপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তছলিমা খাতুন শহরের মুন্সিপাড়ার মৃত নুরুন্নবী সরকারের স্ত্রী।

অভিযোগসূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে শহরের এক নম্বর ট্রাফিক মোড় থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে শাপলা পাড়ায় বোনার বাসার উদ্দেশে রওন দেন তিনি। পথে ফকিরপাড়া মসজিদের সামনে একটি ফাঁকা জায়গায় গাড়ি থামায় চালক। এসময় তার সঙ্গে যোগ দেয় অজ্ঞাত দুইজন ছেলে। তারা জোরপূর্বক ইজিবাইক থেকে নামতে না দিয়ে তছলিমা খাতুনকে একটি স্বর্ণের বারের মতো একটি বস্তু দেখানোর চেষ্টা করে। দেখাতে ব্যর্থ হয়ে পরে তারা একটি ছোট কাগজ মুখের সামনে ধরলে ওই বৃদ্ধা অজ্ঞান হয়ে যায়। এসময় তার গলায় ও কানে থাকা প্রায় দুই লাখ টাকার স্বর্ণালঙ্কার খুলে নিয়ে একটি চিরকুট ও স্বর্ণেরবারের মতো বস্তু রেখে তাকে রাস্তায় ফেলে যায়।

চিরকুটে লেখা রয়েছে, “নিপেন বাবু স্বর্ণকার বাবু, আমি না যাইতে পাড়িয়া আমার মেয়ের নিকট ৩ ভরি খান স্বর্ণ পাঠায়া দিলাম; আপনি সুন্দর করে ২টা গলার হার ও একজোড়া হাতের বালা বানিয়ে দেবেন। স্বর্ণের মূল্য মোট ৬ লাখ ৮ হাজার টাকা।”