• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সাদুল্লাপুরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল দুই সহস্রাধিক রোগী



তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লার উপজেলায় দিনব্যাপী ফ্রি (বিনামূল্যে) মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে দুই সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার মীরপুর হাইস্কুল মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সহযোগিতায় জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দ, রংপুর এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

এদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। 

এ সময় উপস্থিত ছিলেন ড্যাব, রংপুর মেডিকল কলেজ ও হাসপাতাল শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডা. মো. মাহমুদুল হক সরকার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ শরীফুল ইসলাম মন্ডল, সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান আকন্দ, সাবেক সমাজসেবা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মোখলেসুর রহমান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মাযহারুল ইসলাম, সাবেক সদস্য সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ জহুরুল হক, সাবেক যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ আলীমূল হাসান সাগরসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। 

জাতীয়তাবাদী চিকিৎসক, রংপুরের ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান করেন। এ ক্যাম্পে দুই সহস্রাধিক রোগী চিকিৎসাসেবা ও ফ্রি ঔধুষ গ্রহণ করেন। স্থানীয়ভাবে এই সুবিধা পেয়ে এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেন। 

অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, আমি সংসদ সদস্য প্রার্থী হিসেবে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার পাড়া-মহল্লায় গণসংযোগ করছি। পাশাপাশি সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে আসছি। যা আগামী দিনেও অব্যাহত থাকবে।