- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
এসকেএসকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠাই বড় সাফল্য: রাসেল আহম্মেদ লিটন
নিজস্ব প্রতিবেদক►
এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন বলেছেন, এসকেএস ফাউন্ডেশনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে পারাটাই বড় সফলতা।
সোমবার (১ ডিসেম্বর) সংস্থাটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত স্মৃতিচারণ সভায় তিনি এ কথা বলেন। গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণ সিংহায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তিনি।
এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে রাসেল আহম্মেদ লিটন বলেন, “১৯৮৭ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে, আজ এসকেএস কেবল একটি প্রতিষ্ঠান নয়; এটি লক্ষ লক্ষ মানুষের আশা-আকাঙ্ক্ষার ঠিকানা। বিগত ৩৮ বছর ধরে আমাদের চলার পথে সবচেয়ে বড় শক্তি কাজ করেছে এসকেএস- এর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস।”

এসকেএস পরিবারের বর্তমান কর্মীবাহিনীকে অতীত, বর্তমান ও ভবিষ্যতকে মাথায় রেখে সামনে এগ্রিয়ে যাওয়ার আহবান জানিয়ে নির্বাহী প্রধান বলেন, “আজ এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কেবল পেছনের অর্জনকে স্মরণ করছি না; বরং আগামীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন করে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। সামজিক বৈষম্য, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক টানাপোড়েনের এই সময়ে আমাদের উন্নয়ন কৌশল হতে হবে আরও মানবিক, উদ্ভাবনীমূলক ও টেকসই।“
সংস্থার বিশেষ এই দিনে গাইবান্ধায় এসকেএস-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সকল কর্মকর্তা-কর্মচারী এবং ঢাকা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশ নেন।
আলোচনা সভায় এসকেএস ফাউন্ডেশন- এর অভিযাত্রায় যুক্ত প্রাক্তন ও নতুন কয়েকজন কর্মকর্তা ও কর্মী সংস্থার আদর্শ ও তাঁদের কর্ম অভিজ্ঞতা তুলে ধরেন। সকলে আগামীতে আরো নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করে যাওয়ার অদম্য প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে সভার সমাপ্তি হয়।