- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সুন্দরগঞ্জে নতুন ইউএনও’র যোগদান
তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►
গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ্ ঈফফাত জাহান তুলি। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি যোগদান করেন।
তিনি উপজেলায় পৌঁছলে সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার কৃষ্ণ চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন।
এর আগে, মিজ্ ঈফফাত জাহান তুলি নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ইউএনও হিসেবে এটি তাঁর প্রথম কর্মস্থল। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা। তাঁর স্বামীও একজন সরকারি কর্মকর্তা।
বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস রংপুর সিটি কর্পোরেশনে বদলী হয়েছেন। তিনি গত আট মাস আগে সুন্দরগঞ্জ উপজেলায় যোগদান করেন।