• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় জামায়াতের ছাত্র ও যুব সমাবেশ ৪ ডিসেম্বর

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি ফয়সাল কবির রানা।—কুদ্দুস আলম

নিজস্ব প্রতিবেদক►

নতুন বাংলাদেশ গঠনে উজ্জীবিত করতে গাইবান্ধায় ছাত্র ও যুব সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগ। আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের স্বাধীনতা প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি ফয়সাল কবির রানা। শহরের ডেভিট কোম্পানি পাড়ায় অবস্থিত জামায়াতের জেলা কার্যালয় দারুল আমান ট্রাস্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ফয়সাল কবির রানা জানান, ৪ ডিসেম্বর দুপুর ১২টায় গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গনে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়াও জেলা জামায়াতের নেতৃবৃন্দও এই সমাবেশে অংশ নেবেন। এর আগে, এদিন (৪ ডিসেম্বর) সকাল ৯টায় গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হবে। সেখানেও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অংশ নেবেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সদর উপজেলা আমীর মো. নুরুল ইসলাম মন্ডল ও ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।