- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক►
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস জয়ে সমতায় ফেরে টাইগাররা। তাই তৃতীয় ম্যাচ হয়ে দাঁড়ায় সিরিজের ফাইনাল ম্যাচ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হয়। এতে টসে জিতে ব্যাটিংয়ে নামে অধিনায়ক পল স্টার্লিংয়ের দল। ১৯ ওভার ৫ বলে সব কটি উইকেট হারিয়ে ১১৭ রানে থামে সফরকারীদের ইনিংস।
১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ ওভার ৪ বল খেলেই জয় নিশ্চিত করে টাইগাররা।