• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাদ মাহামুদ সৈকত (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহিনী এলাকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

সৈকত গাইবান্ধা শহরের মাস্টার পাড়ার আলি আহমেদের ছেলে।

মাদক সেবন ও কারবারের দায়ে সৈকত বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। সম্প্রতি জেল থেকে বেরিয়ে কয়েকজন মাদক কারবারির সঙ্গে দ্বন্দ্বে জড়ান। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রবিউল আলম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘটনে তদন্ত চলছে।