- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-১২-২০২৫, সময়ঃ রাত ০৭:৪৫
তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক►
‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে গাইবান্ধা ফুটবল একাডেমি নারী দলকে ২-০ গোলে হারিয়েছে জেলার পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি নারী দল।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আল মামুন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম, নেজারত ডেপুটি কালেক্টরেট সাব্বির আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক শহীদুজ্জামান শহীদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর দিলরুবা পারভিন ঝর্না, সাবেক ফুটবলার ইলিয়াস হোসেন, রুবেল হোসেন, বাবুল মিয়া, আব্দুল কুদ্দুস, সুরুজ হক লিটন, মো. সাইফুল ইসলাম প্রমুখ।